ঠিক যত বার তুমি ছোঁবে এই আশায়
আমি স্বর্ণলতার মতো বয়ে বয়ে গেছি,
ঠিক যতবার তুমি না ছুঁয়ে আমায় ফিরিয়ে দিয়েছ
যতবার তুমি টের পাইয়ে দিয়েছ
তুমি থেকেও আমার না
ততবার ,
ঠিক ততবার তুমি জন্ম নেবে
ততবার তুমি জন্ম নেবে আমিহীন বাঁচার দায় নিয়ে!
ততবার তুমি মরে যাবে
বেঁচে থাকার বিদগ্ধ যন্ত্রণায়.....
আমি পৃথিবীর সব পাথরের গায়ে
খোদাই করে  যাব তোমার নাম।
লোকে পাথর বলতে তোমায় চিনবে।
আমি ততবার ফুল হয়ে ফুটব পৃথিবীর বুকে
সুবাস বিলিয়ে যাবো মোহন বাঁশিতে।
আমি সবটুকু সাগরে ঢেলে দিয়ে যাব
আমার দুচোখের আক্ষেপ,
মরুভূমির সাইমুম হয়ে
তুমি বারবার ফিরে এসো দুনিয়ার বুকে,
ক্যাকটাস হয়ে তুমি ফুটে থেকো অবনীর পরে।
অভিশাপ রইল, প্রিয়।