আমার পাঁজরের ইটগুলো
সুরকি হয়ে গেছে......
ঝরে যাচ্ছে বেমালুম!  
চোখে জমেছে হিমালয়।
চুর চুর হয়ে গেছে
কামনার দ্রাক্ষালতা।
নৈমিত্তিক ছুটিতে গেছে ক্লান্ত হৃদপিন্ড।
আমার আজ কাল পরশুতে লেগেছে
নিরবতার মোহর ।
রূহ কাঁপছে নিয়ত কৃষ্ণচূড়া পাতার মত।
সাইমুম সহনশীল জীবনে হঠাতই
নেমেছে শ্রাবণের ঢল।
রাতে সূর্য জাগছে এপাশ ওপাশ করে।
দিনে ঝিমুচ্ছে নিহারিকা।
হায় প্রভু! প্রেমে পড়লে এত কিছু হয়?