বর্ষা আসে,
মেঘ আসে,
বৃষ্টি আসে,
কবিতা? আসেনা........।
অমন করে আর কেন বিরহে ভাসি না?
কেন অমন করে অভিমানে হইনা পথহারা...
শুকনো ডালের শুষ্কতায়
ব্যর্থ বৃষ্টি কেঁদে ফিরে যায়...।
শব্দহীনার আর্তবানী শোনার সময় কার?
***
আরো আরো বৃষ্টি হোক,
গর্জে উঠুক মেঘ।
জলের ধারে কাগজের মত
কুচি কুচি হোক ধুসর প্রাণ!
ধুয়ে যাক হাড় পাঁজরের সবটুকু গ্লানি।
হয়ে যাক নীর ভরা নীড়।
আমি ক্লান্ত, পরিশ্রান্ত..........
***
বর্ষা আসে,
মেঘ আসে,
আসে বিদ্যুৎ ঝলকানি।
শুধু তুমি আসো না................।
এলেও বা অমন করে আর ভালোবাসো না......।