ভাগ্যিস বর্ষা এসে গেল....
কি নিশ্চুপে তুমি মুছে গেলে পাঁজরের কোণ থেকে...
কী সুন্দর আমার গালে, চোখে, ঠোঁটে
বৃষ্টির কণা ছুঁয়ে যাচ্ছে অবিরাম।
তোমার নাম, ধাম সব ধুয়ে গেল চকচকে
পিচঢালা রাস্তায়।
আমি আবার আমার হয়ে গেলাম।
গাছের নতুন পাতা,
কৈশোরের পেলব চুমু,
ধরা দিল তারুণ্যের গানে,
আরেকটিবার!
ভাগ্যিস, বর্ষা এলো.....
ভাগ্যিস তুমি চলে গেলে!
ভাগ্য করে এমন ভাগ্য পায় লোকে,
এক জন্মে সহস্র প্রেমের দেখা,
এক জন্মে লক্ষ জন্মের স্বাদ,
প্রতি ফোটা বৃষ্টিবকুলে।
ভাগ্যিস বর্ষা এলো.......