আমাকে দেয়া তোর শ্রেষ্ঠ উপহার,
মাঝরাত অশ্রুর মালা.....।
পাখি ফিরে গেছে সেই কবে
নিজ নীড়ে.... ডানা সমেত!
আকাশকে নিঃস্ব করে গেছে
পাতালের ক্ষুদ্র রূহ। গান, ছন্দ, কথা, সব ফাঁকা বাতাস বিদ্ধ করে ছুটে গেছে বুলেটের মতো। বুকের রক্ত এখন গোলাপি, বেগুণী, হলুদ, কমলা কত কী!!!
পথের আড়ালে ঢাকা পড়ে গেছে পূর্বের গতিপথ।
প্রত্যহ বাড়ি ফেরে শান্ত মনোরথ,
স্বকীয়ার শ্যাঁওলা শপথ।
চোখে জল?
কাঁদিনি তবুও, অশ্রুর নেই ওয়ারিশ।
চুষে নিতে জানে বেশ রাতের বালিশ......।
খোশগল্পে তুই, আমি স্রেফ বাদামের খোসা,
আমার রক্ত, মাংস, ভ্রুণ, অশ্রু, অনিদ্রায়
উর্বর তোর ভালোবাসা.....!
কত উঁচু তোর ভিটের দেয়াল?
বাতাসে যায়না উড়ে স্মৃতির খেয়াল,
আবদ্ধ কিভাবে তুই নিন্দিত সুখে
দিন, মাস, বৎসর, যুগান্তর ধরে...
আমার প্রশ্নও প্রশ্নবিদ্ধ তোর নাটকীয় বুকে!
আমাকে দেয়া তোর শ্রেষ্ঠ উপহার,
শুষ্ক পাতার ডায়েরী আর শিখার কলম!
পাখি উড়ে গেছে....... ডানা সমেত.....
মেঘের নরম ফেলে, উলের গুটির শরমে............!