আমার মন খারাপের ক্ষনে,
কোথায় থাকো গো?
এই যে আমার মনটা
আষাড় মাসের বৃষ্টির মতো
হুড়মুড় করে ভেঙে পড়ছে.......  
জোড়া লাগাবে কে শুনি?
তোমার দেয়া ক্ষনিক বকুল আমার বুকে
শতাব্দীর সুবাস বইয়ে দেয়,
তুমি বোঝ না?
কেন বোঝ না?
সেসব কি গো হিব্রু ভাষায় লেখা?
সন্ধ্যা নেবে এলো,
কই তুমি তো এলে না......
কই সেদিনের মতো করে হাওয়ায় ভাসালে না!  
আমার মন খারাপের ক্ষনে তুমি কোথায় থাকো গো?
আলতো করে চোখ আগলে
চমকে দেবে ফের কবে?
অপেক্ষায় প্রহর গুণে গুণে হাতে কড়া পড়ে যাবে যে!
কিচ্ছুটি শুনছি না আমি, বুঝলে....
এক্ষুনি না এলে খাচার ময়না উড়িয়ে দেব।
গোলাপের কাঁটায় মন বিধিয়ে
কান্ড করব যাচ্ছেতাই!
তখন দেখো এমন দস্যি কোথাও পাবে না.....
মন খারাপের সময় তুমি কোথায় থাকো বলো?


এক্ষুনি না এলে,
আমি চুপটি করে ডুবে যাব
তালপুকুরের জলে........