আমি আজ জ্যোৎস্নাখেকোর দলে,
তুমি মদ গিলেছ তাই।
পানদানিতে সাজিয়ে রেখেছি দেখো,
আখার তলের ছাই!


তুমি গণিকার বক্ষে নেবে ঘ্রাণ,
আমার বেলা গঙ্গা পূণ্যি-স্নান!


অত সোজা নয় সরল অঙ্ক জেনো,
মারতে গেলে মরতে হবে মেনো।


উনুনে জ্বলেনি অনল আজ,
আমি বড্ড উদাস তাই।
ভাতের থালায় রেখেছি বেড়ে,  
তোমার তামাক ছাই।  



(বেচারা গিন্নির মহান ধর্মঘট! ভাত বন্ধ.....। সমস্যা কি? তামাক আছে, ধোঁয়া আছে, দেমাগ আছে, গণিকার দরজাও খোলা আছে।)