আকাশের চোখ হয়ে গেছে ভারি,
আর কত বলো ঝরাবে সে বারি?
ক্লান্ত আকাশ,
শ্রান্ত বাতাস
হিমেল বয়ে বয়ে.....
তবুও কি তার পাথর হৃদয়
কোমল হবেনা ক্ষয়ে?


যত মালা হায় হয়ে গেছে গাঁথা,
শুকিয়ে গেছে গো সবুজ পাতা।
শূণ্য বাগান,
বিরহের গান
পাখি যাবে কত গেয়ে?
তবুও কি তার ভাঙবেনা ঘুম
ডাকবেনা মোরে প্রিয়ে?


চাঁদ ডুবে যায় কাজল মেঘে,
হয় উজালা আপন বেগে।
নদী বয়ে যায়,
সময় ফুরায়।
মাঝি যায় তরী বেয়ে...
ডোবে মোর ভেলা তবুও কি সে
আসবেনা পাল নিয়ে?