আমি জানি না।
সত্যিই জানি না।
কত কোটি ফুলে মধুময়
ওগো তোমার কন্ঠস্বর।
আমি বিবশ, আমি বিকল!
সচল তোমার প্রেমাক্ষর....।
আমি জানি না
কোন পাহাড় চুড়ায়
তোমার আবাসস্থল,
কোথায় তোমার উদয় রাঙা
কোথায় অস্তাচল!
কোন বাগানে শ্বাস নাও তুমি?
কোন জলে স্নান করো?
তোমার রূপের তীব্র ছটায়
হৃদয় জড়োসড়ো.....।
জানি না তুমি কোন পেয়ালায়
নেশায় হও গো চুর,
আমিও এবার সিগারেট হবো
ধোঁয়ায় ব্যাথা বিধুর।
জানিনা সে কার ঠোঁটের লালে
তুমি অজ্ঞান হও,
জ্ঞানে অজ্ঞানে তুমিই আমার
প্রতি নিঃশ্বাসে রও।
চোখের পাতার শীতল পাটি,
পুড়ছে কনক হচ্ছে খাঁটি!
জানিনা কোন মেঘের নায়ে
অজানায় পাড়ি দাও,
আমি যে তোমার প্রেম পিয়াসী
আমায় সঙ্গে নাও।
জানিনা কোন মধুমক্ষিকা
ঢেলেছে কন্ঠে মধু,
বাসর সাজেনি তবু লাজরাঙা
প্রেমিকা হয়েছে বধু!