খসে পড়ে রঙ,
বুকে ঠাসা জং
ঝুর ঝুর ঝরে যায় আবেগের দেশ,
কবিতার দেশে
প্রেম নিঃশেষে
উৎপল ধরে নেয় কাপালিক বেশ।


মুখোশের প্রেমে
কত নিচে নেমে
দেখে যাই আপনার বিগলিত রেশ,
পথ যায় থেমে
বুকে হিম জমে
এসে গেছে একাকিনী রাত্রি বিশেষ।


খসে পড়ে রুহু,
কোকিলের কুহু
বাজে না'ক আর অই পলাশের ডালে।
তার চেনা বাহু,
খুঁজে পাক বহু
বাধা হয়ে দাঁড়াবোনা বিদায়ের কালে......... 🖤🖤🖤