আমি বড় স্বার্থপর।
যখন আমার মন কেমন করে
তোমার ব্যস্ততাকে
কুচি কুচি করে কাটতে ইচ্ছে করে।


ইচ্ছে হয় চলে যাই সূদুর তেপান্তরে,
শুধু তুমি আর আমি।
বুকের মধ্যে গুমরে মরা
আবেগগুলোর লাগাম ছেড়ে দিই.....
ইচ্ছে করে বৈঠা হারানো নৌকা
হয়ে ভেসে যাই প্রেম যমুনায়............


তুমি বাপু এতো কিছু বোঝ না।
হুতুম পেঁচা হয়ে
সারাদিন খস খস করে
কলম পিষে যাও.......
তোমার কলমের কী খুব ধার?
এসো আমার বুকটা চিড়ে দ্যাখো,
কত কথা আকুলি বিকুলি
করে দাপিয়ে বেড়াচ্ছে।
মস্তিষ্কের সবটুকু জুড়ে কে আছে?
কে রাজত্ব করে এই অস্তিত্বের সবটায়?


হ্যাঁ, আমি অবুঝ।
তোমার অষ্টপ্রহরই আমার চাই....
চাই সবকটা নিউরন।
চাই তুমি বাউল হও আর আমি একতারা।


এত দৌড়ে কি করবে শুনি?
সেইতো একা হয়ে যাওয়া,
সেইতো বুকের পাঁজরে
হতাশার বুড়ো খরগোশ পোষা...... !
তবে কেন এত আয়োজন?
এবার এসো
ভালোবেসে কাঙাল হয়ে যাই!
ফতুর হয়ে যাই রঙিন প্রেমের দেশে।


হ্যাঁ, আমি বড্ড বেশিই স্বার্থপর।
তোমার ভাগ দেবো না আমি,
এক পৃথিবীর বিনিময়ে.....  
আকড়ে ধরে রব জন্ম জন্মান্তরে.......