তোমার মনের দেহলিজে
বসে আছি নদী সিকস্তি হয়ে.....
রাঙা অধর বয়ে
যদি খসে পড়ে কিছু কথা।
পঙ্গু প্রাণে যে ক্ষত যে ব্যথা
তার ইতিকথা
শোনাব বলে।
তুমি চলে গেছ
এইতো আসছি বলে।
ফিরে কি আসে কেউ, এই আসছি বলে?


হয়ে গেছি ভিখারী ভীষণ,
তুষে যাই একজোড়া প্রতাপী চরণ।
বসে আছি একমুঠো উঠান চেয়ে
বাঞ্জারানের কাছে।


ঘিয়ের প্রদীপে
যার আচল পোড়ে,
সে কাঁদেনা কখনো ভাতের তরে।
চোখে তার উড়ালের ক্ষুধা
আর আমি আমরা?
আমাদের তো জন্মেই দ্বিধা।


সেই যে ঝুলি হাতে এসেছি প্রভাতে
এক চিলতে চালে
অপেক্ষার চালকুমড়ো ঝুলিয়ে;
পেকে পুষে হয়েছে একসার।
যখন থাকব না
তুমি ভেজে খেও।
চেটে খেও আমার মুন্ডু মস্তক কলজে,
তুমি তুমি করে সব ঘেটে ঘন্ট হয়ে গেছে।


তোমার মনের দেহলিজে
বসে আছি ভিক্ষুক হয়ে।
বেচে দিয়ে পাহাড়ের অভিমান
টুকরো মেঘের দামে।
কিনে নিও তুমি
ব্যস বাঁকা হাসি দিয়ে...........