কোথায় যেন কমতি অনেক,
কি যেন কি নেই!
কি যেন ভুলে ফেলে এসেছি
অনেক আগেই।
এখনো সাহারার বুকে
ঘুরপাক মরীচিকা!
আয়নার ওপাশে শান্ত
জলের রেখা।
এপারে তৃষিত আমি
বাঁচা মুশকিল,
অবিশ্বাসে মোড়ানো
এক বিশ্বাসী দিল!
মোড়কে জীবন রেখে
বণিকের বাস,
রাজা রাণী টেক্কা
তুরুপের তাস!
বিশ্বাসী পরাণখানি,
না বুঝে হিসাব।
প্রেমিকের চোখে পড়ে,
জীবন কিতাব।
তবু বেলাশেষে ঘরে ফেরা
ডানা যে শুধায়,
কি আনিল নীড়ে তব
চঞ্চু কুড়ায়?
আমি বলি আনিয়াছি,
পিপাসা অনেক......
করিবে কি তা পান তুমি
চুমিয়া বারেক???