গৌরব মাটিচাপা
উজার কানন,
লুক্কায়িত বুকে তার
নীল শালবন!
জলে টানে জল বায়,
কোন দিকে নাহি চায়!
ঢাকিয়া রেখেছে সে
রুপার আনন,
অচ্ছুৎ মনে তা
দেখা যে বারণ!
জারজেরে জাত পুছে
পাগলেতে ক্ষয়,
পচিয়া বিবেক তার,
নর্দমা লয়!
কাটিয়াছে যেথা আল,
কাল যদি হয় খাল!!!
কুমিরে করিবে নাশ,
শখের বৃন্দাবন!
ভাবিয়া চক্ষু লাল,
রোষে দশানন!
একটা ধানের বীজ,
ছোট অঙ্কুর!
না বুঝিয়া কেন করো
চুর খানচুর!
খালে কি কুমিরই থাকে?
কি চিনিলা জল?
ওরে ও মাঝি তোর
চক্ষু অচল!
গৌরব ডুবিয়া গেলে
অতলের জলে।
ছাঁকিয়া উঠিবে সখা
তোরই ফেলা জালে.....