বাড়ি ফেরার চেনা পথে,
কি নিয়ে যাস নিত্য সাথে?
এক মস্তক ক্লান্তি আর
খানিক টাকার ঘ্রাণ,
তাতে ঘরের টিকিট মেলে,
পোষ মানানো প্রাণ!
তোর আশাতে বনলতা,
বনেই ছড়ায় লতাপাতা।
কবে হবি জীবনানন্দ,
জীবন মরণ ধায়,
বনলতার আঁখি নীরে,
নীড় যে ভেসে যায়!
তোর পায়ে চলা পথের নিশান,
দিচ্ছে অথৈ সলিল ভাসান।
ভাসতে আমি আসিনি'ক
ডুব দে না মোর প্রাণে।
প্রাণের দেবী নিঃস্ব কেনো
দাঁড়ায় নিদ শ্বশানে?
বাড়ি ফেরার চেনা পথে,
মন কিগো যায় উল্টো রথে?
রথের রশি ছাড়বি যদি,
গড়লি ক্যান প্রতিমা?
মাটির বুকে ভালোই ছিল,
মাটির গরিমা!
আয় ফিরে আয় নীড়ে,
ডাকছে পরাণ ধীরে!
বাঁচে আমার প্রাণ ভোমরা,
তোর বুকেরই ঘ্রাণে।
মারিস না! তোর দোহাই লাগে,
মিথ্যে দিকের টানে...।