কথাগুলো খৈ হয়ে উড়ে গেছে উত্তুরে বাতাসে।
চৈ চৈ ডাকে ফিরে আসেনি তুলতুলে আবেগের ছানাগুলো। নির্মোক হারিয়ে শঙ্খিনী জড়সড়,
তার সব বিষ জ্যোৎস্নায় মিশেছে।
এঁটে দেওয়া দরজার বাহিরে বাতাস
কেঁদে কেঁদে ফিরে গেছে
অধিকারহীনতায়....।
বাজারের ফর্দে সবুজ চুড়ি
আজো লিখা হয়নি।
যে হাত হাতেই নেই
তার আবার চুড়ি?
অপহৃত ছন্দও শাপ দিয়ে গেছে, অপমান সয়না সেও।
সব দায় নদীর একপাড়েই.............. পৃথিবীতে কে কার?