আমার কষ্ট কষ্ট রাত,
তোমার সোনালি প্রভাত।
আমি হারিয়ে যাওয়া ঘুড়ি,
তুমি ছাড়িয়ে নেওয়া হাত!
আমি মন হারানো পাখি,
তুমি স্বপন ছোঁয়া আঁখি।
মরণ দিলে খুব, আমার
রইল জীবন বাঁকি।
আমি নিঝুম কালো সাঁঝ,
তুমি নীল আকাশের তাজ,
আমি তোমার ভীষণ অতীত,
রিক্ত তিক্ত লাজ!
আমি ফুরিয়ে যাওয়া ফুল,
তুমি সুগন্ধী বকুল,
আমি সব হারানো মাঝি,
তুমি অথৈ পাথার কূল।
ভালো যদি থাকতে পারো
সইবো সকল তাপ,
নাহয় তুমি পূণ্যি নিও,
আমার আঁচল পাপ।