যেদিন আমাদের আঙুলের সন্ধি হবে
সেদিন বিশ্বাকাশে উড়বে শান্তির পতাকা।
সাদা পায়রার বসবে মেলা।
শকুনেরা নিবে ছুটি।
কোজাগরী রাতে উড়বে ফানুশ
মত্ত মায়ার সুখে।
এক ফালি বাঁকা চাঁদ
উঠবে আমাদের শীতল বুকে।
যেদিন মিলবে নয়নে নয়ন
চাতকিনী মেঘ করবে চয়ন
আপনারে আপন করে।
পৃথিবী উঠবে সেজে
ফুলসজ্জার ফুলেল ভোরে।
ডুবে যাবে সরোবর তোমাতে আমাতে!
আঙুলে আঙুল পারে হিরোশিমা নাগাসাকি থামাতে...........