শোকের উপর শোক, তার উপরে শোক
শোকের পাহাড় দেখছি আমি,
ভীষণ অপলক!