যদি কোনদিন ডানায় নতুন পালক ওঠে,
যদি বহুদূর উড়তে মন চায়....
যেও।
তুমি ভালো থেকো।
জানি এই ঠুনকো পৃথিবীতে
জীবন বিকিয়ে দিয়েও,
মাঝে মাঝে আধুলি গুনতে হয়।
জানি সবটুকু সাগরও তিয়াসী বুকের কাছে নস্যি!


যদি পাখনায় কোনদিন
খুব করে নাব্যতা আসে
যেও।
তুমি ভালো থেকো।
চোখ জ্বলা প্রত্যেক ভোর জানে,
নিদ্রা দীর্ঘায়িত হতে পারত....
বুক জ্বলা অষ্টপ্রহর জানে,
আমি দিব্যি বনলতা হতে পারতাম...................!
সময়ের ফের আমাকে প্রজাপতি হতে দেয়না।
যদি কোনদিন কোথাও আগাম বসন্ত ফোটে,
যদি কোন ফুলের বুকে মাত্রাতিরিক্ত ঋতু ঝরে পড়ে,
যেও।
তুমি ভালো থেকো।


আকাশ পাতাল মেলেনা জেনেই
দিগন্ত হাতছানি দেয়।
আর আমার তো হাতে কড়া, চোখে ছানি!


সবটুকু জেনে গেলে কফি কাপ হিম হয়ে যাবে,
সুতো পচে যাবে সবটা শাড়ির,
ডায়েরি গুলো ডুবে যাবে প্যাচপেচে কাদায়,
খাঁচার ময়নার জাত বিবমিষা হবে,
কলিজায় ছ্যাঁচোড় বিস্বাদ আবাসিক প্রকল্প বুনবে!
তারচে' এই ভালো,
আমার চোখে উইপোকার ঘরকন্না উত্তরোত্তর বাড়ুক,
আমি আরেকটু বেশি মাত্রায় বাল্মিকী হই.....


খুব করে টের পাই,
অবিশ্বাসের চৌকাঠে আনুগত্য ঠোকর খায়
নিত্যদিন,
ভালোবাসাও তখন নির্লিপ্ত স্বার্থের
তকমা জড়িয়ে ইনহেলার খোঁজে।
এইসব হিজিবিজি নিউরন আর চড়ুইভাতির ঘড়ি
যদি কোনদিন অনেক বেশিই বিতৃষ্ণা আনে,
যেও।
তুমি ভালো থেকো।
তবু, তুমি ভালো থেকো।