এক টুকরো মেঘ  কিনে
যদি ভিজি আমি দহন দিনে
তবু তোর চোখের টানে
মনে ঢেউ খেলে পদ্মপুকুর
স্রোতে ভেসে যায় মধ্য দুপুর।
গহীন চোখে কেন তাকাস?
আঁকিস বুকে নীল আকাশ?
জানিস তো.. তুই তাকালে থমকে থাকে,
আমার হৃদয় ঘরের বাঁ-পাশ।
কুয়াশা মাখানো মুহূর্তের অবহেলা
সন্ধ্যে গড়িয়ে নামছে বিষাদ বেলা।
তোর মুখে লুকোনো যতো অভিমান,
মনে হয় বিষাক্ত ঠোঁটের চুম্বনে
মুছে দিই নীল সোহাগ-চাদরে।
জানিস তো..তোর চোখের এক ফোঁটা জল
বানভাসি করে, নৌকো টলমল-
সুখছোঁয়া ভালোবাসাটুকুই জীবন-সম্বল।।