পুস্তক
তোমার সাথে আমার পরিচয়
হয়েছে শৈশবেই ।
সেই থেকে প্রতিনিয়তই
সাক্ষাত হয়,
প্রত্যহই তোমার কিছু অংশে
দৃষ্টিপাত করি বিশেষ এক সময়ে ।
অবোধ কালে তোমায় অনেক
ক্ষত-বিক্ষত করেছি বটে....
কতই না দাগ কেটেছি
তোমার পরিচ্ছন্নতায় ।
তবুও দেখো
তোমার আমার সম্পর্ক কত নিবীড়
চিরকালের জন্য,
প্রত্যক্ষে-পরোক্ষে রয়েই যাবে...
তোমাতেই ছাপিত অক্ষরে
স্বাক্ষর হয়েছি আমি ।
সমাজের মাঝে আজ
কিছুমাত্র আমিও...
তোমার অবদান শিরধার্য ।
                          -মৌলী