যখন আমার কৈশোর শুরু তুই তখন পরিণত
নিজের পূর্নতা প্রকাশে স্বাচ্ছন্দ
সবুজের আড়ালে লাল রঙে সাজাস নিজেকে
কিসের এত সাজ তোর!
যে পথের বাঁকে দাঁড়িয়ে থাকিস তুই
তার পথচারিরা তাকাবেই তোর পানে
নজর এড়ানো দুঃসাধ্য…
আহা কি রূপ তোর সেই সময়!
বৈশাখের চরমতম দুপুরেও
তোর দিকে দৃষ্টি গেলে চোখ জুড়িয়ে যায় ।
মেঘাচ্ছন্ন আকাশে যখন চারিদিক ধূসর
তখন কেবল তুই উজ্জ্বল
বর্ষার বারিধারায় তুই যেন আরও বেশী প্রাঞ্জল ।
একজোড়া কপত-কপতী
যেদিন বিশ্রাম নিয়েছিল তোর ছায়াতলে
ওদের ক্ষনিকের ভালবাসায়
তুই আরও বেশী লাল হয়ে ফুটেছিলি ।
আমি দেখেছিলাম সেদিন
আহা কি ভীষণ রূপ তোর সেইসময় ।