আমার কল্পনায় তুমি প্রাঞ্জল
যেথায় আছে সোনালী রঙা ধানের খেত
আছে পদ্মা নদীর ঢেউ
ঢেউয়ের উজানে  বৈঠা বায় মাঝি
সেথায় দীঘির জলে পদ্ম ভাসে
ভাসে সাপলা ফুল নালের সাথে ।
স্বচ্ছ জলে জীবন বাঁচে
বাঁচে প্রাণখোলা স্নিদ্ধ বাতাসে
সবুজে বেষ্টিত পরিবেশ
টাটকা ফলে,ফুলে সুসজ্জিত
এক দেশ , বাংলাদেশ ।
এই মাটিতে পদধূলি আছে তাদের
আমরা মহর্ষি বলি যাদের ।
আমি দেখিনি তোমার রূপ
শুনেই  এঁকেছি তোমার ছবি
হয়ত তুমি আমার কল্পনার অধিক সুন্দরী
তুমি প্রাঞ্জল বাংলাদেশ ।