প্রেমেরও বিরহে কাঁদে রাধারানী
শ্যাম সখার লাগি ...
যমুনার ঘাটে বসিয়া একাকীনি ।
অশ্রু নয়ানে করে ছলছল,
যমুনার হৃদয় জলে টলমল ।
তমাল তরু সকলই ভাসিল
রাধার আকুল নয়ান জলে ।
প্রকৃতিময় হয়েছে উতলা
দেখিয়া রাধার প্রমেরও যাতনা ।
অবশেষে শ্যামের বাঁশির ধ্বনিতে
চমক জাগিল রাধার আননে ।
জাগিলে পুলক চিত্তে রাধার
কুঞ্জ কাননে ফুটিল বাহার ।
মিলনে মাতিবে শ্যাম ও রাধারানী
উপমার ঊর্ধ্বে প্রেমপ্রদায়িনী ।