মাতৃ ভাষার টান টা যেন
একেবারেই অন্য
বঙ্গ রাজ্যে জন্মেছি
জীবন আমার ধন্য ।
ভাষার জয়ে ভাষার ন্যায়ে
হয়েছে অনেক রক্তপাত ,
আন্দোলনে প্রাণ সঁপেছে
গড়তে ভাষার ইমারত ।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার মুখে
বলিদানের আত্মকথা
বিঁধে রয়েছে বুকে ।
অ থেকে চন্দ্রবিন্দু
বর্ণ আছে যত
আজ উৎসর্গ হোক তাদের নামেই
সেদিন যারা হয়েছিল ক্ষত ।
শব্দ দিয়ে মালা গেঁথে
তাদের করি মাল্যদান ,
শত শ্রদ্ধার্ঘের বাক্য গড়ে
কাব্য করি দান ।
ভাষার জয়ে ভাষার ন্যায়ে
অমর আত্ম বলিদান ।