উৎসবের পালা হয়েছে শেষ
সময় কর্মস্থলে পৌছনোর ।
ঝোলা গুটিয়ে, নিতে হবে বিদায়
পরিবার পরিজনদের থেকে ।
পত্র দ্বারা কুশল খবর জানতে চান
বাড়ির সকলে ।


নিরাপদে পৌঁছে
এবার পালা পত্র লিখনের ।
প্রথম দুই-চার সারি
বেশ বার্তা বহুল ,
তৎপরই দৃশ্যমান হয়
লিখন উপকরণে শূণ্যতা ।
লেখনী যেন অবিচল ,
অবলুপ্তি সাধিত হয় মনোভাব ।
সঙ্কুচিত ভাষা সম্ভার ,
বাম হস্ত ঊর্ধগামী
স্থানান্তর মস্তকে ।
এরূপ অবস্থায় ইতিরেখা টানে
নির্বাক পত্র বিলোপ ।