পেরিয়েছে কাল অনেক
চোখেও পড়েছে ছানি ।
আজ স্মৃতি গুলো এলোমেলো
পলে পলে বিচরিত ,
মুখ খানি ঝাপসা
না জানি হয়েছে কত বড়  !
শেষ দেখেছি আটের বয়সে
চাকরিতে বিলেত গিয়েছিল ছেলে
সাথে নাতি, বৌমাকে নিয়ে ।  
বছর পনেরো বাদে
আজ ফিরছে সবে মিলে ।
টেলিফোনেই কথা বলেছি
এতদিন মুখ দেখিনি কারো ।
স্নেহের ঘড়া পূর্ণ আছে
বুড়ির হৃদয় পটে ।
ঝাপসা আমার নাতির মুখটি
না জানি আজ সে কত বড় !
ছেলে বুড়ির বিলেতবাসী
মা থাকে তার গাঁয়ের বাড়ি ।