পাল্কিটা সেজেছে বেশ
বাড়িটাও প্যান্ডেলে মোরা
আত্মীয় স্বজনে জমাটি আঙিনা ।
কনের সাজে বসে রয়েছে
আমার কন্যে ...
কেমন অন্যরকম লাগছে ,
অকস্মাৎ এত বড় হয়ে গেল !
মেয়েটা আমার স্বপ্ন এঁকেছে
দু চোখ ভরে ।
নতুন জীবন গড়বে ...
ওর দীর্ঘ নিশ্বাসে
ভাসছে বেদনার তরঙ্গ ,
আঁখি পল্লবে ছলোছলো আবেগ
কপালের স্বেদ বিন্দুতে শঙ্কা
দুশ্চিন্তার রেখা টেনেছে
কুঞ্চিত ভ্রু ।
সফল হবে তো !
যে স্বপ্ন এঁকেছে চোখে
তা পূর্ণতা পাবে ?
ভাবী জীবনের নানা প্রশ্নে
উথাল পাথাল মেয়েটার মন ।
পারলো না কেবল
বাবার নজর এড়াতে ...
পিতৃ হৃদয়ও ব্যাকুল পলে পলে ।
উজাড় মনে নিরব  আশির্বাদে
কন্যের দাম্পত্য সুখ চাহে