# শরতের নীল আকাশে
     সাদা মেঘের ছবি
  ভোরের বাতাসে শিউলির সুভাষ
     সবুজ মাঠে কাশ ফুলের দোলা
  প্রকৃতি বার্তাবাহী
      মা আসছে ।


#চারিদিকে সাজের বাহার
   প্রতিমা সাজছে, প্রকৃতি সেজেছে
পরিবেশও সাজবে ।


#আমরা এক শ্রেনীর মানুষ
   যারা বঞ্চিত সব সাজসরঞ্জাম থেকে
আমরা গরীব ...


#পাড়ায় পাড়ায় বাঁশখুঁটিও সাজে
    রঙ্গীন কাপড়ে মুড়ে দেওয়া হয় তাদের
চেয়ে দেখ আমাদের দিকে
    গতর ঢাকার তেমন বস্ত্রও পরনে নেই
রং নক্সা সবই ফিকে ।


#প্যান্ডেল হতে চৌরাস্তার বাঁক পর্যন্ত
   আলোক সজ্জায় মন্ডিত
অথচ আমাদের ঘরে
   টিমটিমে মোমবাতি ।


#মানুষের ঢল নামে রেস্তোরায়
   করে মোগলাই বিরিয়ানীর অর্ডার
আমাদের ভাত জোটে না একবেলার ।


#আগমনীর গান গায় শিল্পীরা
     তারকারা তালিকাভুক্ত করে দিনলিপি
  ষষ্ঠী থেকে দশমী ...
      নেতারা লক্ষ্য টাকা দান করে
কোনো মন্ডপে
     সাধারন মানুষ মত্ত পূজোর আনন্দে ।


#কিন্তু আমরা
   আলগা গতর,ক্ষুধার্ত পেট
  টিমটিমে আলো
    এই আমাদের পূজো ।
মা কখনও কি আসবে
   আমাদের জন্য !