পূজোর আনন্দে
পারিনা হতে আমি মত্ত
পারিনা সাজতে নতুন পোষাকে
পারিনা যেতে রেস্তোরাঁয়
মন টানে সেই আস্তাকুড়োঁয়
যদি তুলে দিতে পারি একমুঠো ভাত
ওদের মুখে
পড়নে দিতে পারি যদি নতুন আবরণ
ওদের অম্লান হাসিতে
পরিতৃপ্ত হয় মন
আগমনীর আশিস প্রর্থনা করি
যেন এমনের  পরিবর্তন
না হয় কখনও
ক্ষতি কি যদি না পারি
রোশনাই এর ভীড়ে
নিজেকে মানিয়ে নিতে !