অর্থবোধে জিজ্ঞাসা চিহ্ন
না থাকলেই বা কি হয় ?
কাব্যিকতায় জটিলতার ছোঁয়া
না দিলেই কি নয় !
সহজ কথা সরলভাবেও তো
বলা যায় ...
কলমের ভাষা কি কেবল
কঠিনের দিকেই ধায় ?
আধুনিক লেখা আজ
তার সরলতা হারায় ।
অর্থবোধে জিজ্ঞাসা চিহ্ন
না থাকলেই বা কি হয় ?
কাব্যিকতায় জটিলতার ছোঁয়া
না দিলেই কি নয় !
সহজ কথা সরলভাবেও তো
বলা যায় ...
কলমের ভাষা কি কেবল
কঠিনের দিকেই ধায় ?
আধুনিক লেখা আজ
তার সরলতা হারায় ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১৮টি মন্তব্য এসেছে।
সত্যি ভাল লাগলো। লিখতে থেকো।
"তুমি থাকো দু হাত খুলে আমার বুকে
যদিও লোকের পৃথিবী জানি কাঁচের।
প্রেম থাক জোড়া আঠালো আঠার সুখে
বাঁধো ঘর শিরদাঁড়ায় অন্য ধাঁচের।"
দুজন মানুষ কখনোই এক চিন্তা করতে পারে না এমন কি এক বিষয় নিয়েও। যখন সেটা আমাদের সাথে মিল পাই আমরা বলি সরল আল না হলে বলি জটিল । পুরো ব্যাপারটাই আপেক্ষিক।
"গগনে গরজে মেঘ ঘন বরষা " এটা কবিতার পঙক্তি । আর আকাশে মেঘ ডাকছে ; দারুণ বৃষ্টি নেমেছে, এটা কবিতার পঙক্তি নয় । দু'টি সমার্থক । বাক-প্রতিমা রহস্যময়ী । কবিতায় পাঠক সেই রহস্যের সন্ধান করেন । কিছু না মনে করেন তো বলি, আপনার এই লেখাটির মধ্যে ব্যবহৃত শব্দের বিন্যাস কবিতা হয়ে ওঠার শর্ত পালন করতে ব্যর্থ হয়েছে। তাই আকারে-প্রকারে রচনাটিকে কবিতার মতো দেখালেও লেখাটি প্রতিবেদন-ধর্মী কিছু কথার সমষ্টি মাত্র ।
বাহ! প্রিয় কবি আমার মনের কথাই বলেছেন। লক্ষ্য করে দেখবেন কবি আমি কিন্তু সহজ সরল শব্দেই লিখি।
খুব ভালো লাগলো।
কবির মতবাদের সাথে আমি একমতে! আপনার যুক্তি গুলো একদম খাঁটি, অন্তত আমি তো তাই ভাবি। ভালো লেখা হোয়েছে।
শুভকামনা জানাই।
সরলতা মানে কি বিস্তার কতটা
আমিও বুঝিনা তার সঠিক মাপটা,
আমিও শুনেছি কত সরল জীবন
এখনো পাইনি তার সঠিক খাপটা ।
ঠিক বলেছেন - সরলতা ও স্পষ্টতা থাকুক লেখার মধ্য যাতে সাধারণ মানুষেরও কবিতা পাঠ করে অর্থ বুঝতে অসুবিধা না হয় ।
আধুনিক সময়ের প্রতি সচেতনতা আনুক স্পষ্ট বক্তব্যের কবিতা। ভালো লাগলো লেখনী !!
কথ্যভাষায় সরলতা বলতে বোঝায় সরল কথা বা সোজা কথা সরল ভাবে বলা । কবিতার ক্ষেত্রে তা অনেকসময় নাও হতে পারে । কারণ কবিতা হয় তার কাব্যিক উপকরণ দিয়ে । যেমন কবিতার বিষয়বস্তু, ভাব, ছন্দ, শব্দচয়ন ইত্যাদি । কবিতা অনেক সময় না বলা কথাও বলে দেয় । তাই সবসময় সরল বা সোজা ভাষায় কবিতা লেখা হয় না । তবে অহেতুক জটিল করে লেখারও দরকার নেই ।
আপনি যেমন সরল করে বলেছেন, এরকমটাই চলতে পারে ....
হুম সরলভাবে বলাই ভাল ।
ভালো লাগল কবিতা ।
একেক জন কবির নিজস্ব শৈলী থাকে। ভাষার খেলায় কেউ মায়া সৃষ্টি করেন , কেউ ডালায় সাজান। কোনটা থাকবে তা সময় বলবে।
বাঃ বেশ সাবলীল!!
বাঃ!
খুব ভালো লাগলো দিদি।
তোমার সাথে একমত আমি। ভাল থেক।
বাহ বেশ সুন্দর উপস্থাপনা।
খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি।
ভালো থাকুন আর এইভাবে মনের কথা উজাড় করে লিখতে থাকুন - আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ভাল লাগলো আধুনিক লেখার মধ্যে সরল প্রকাশের দাবী।
সরলতা বলতে কি ?
পাখি সব করে রব ? একে আপনি কবিতা বলবেন ?
কুমোর পাড়ার গরুর গাড়ি , ছোটাদের জন্য ভালো। কিন্তু অন্য কবিতাও তো চাই। তাহলে তো জীবনানন্দ, সুধীন্দ্রনাথ , বিনয় মজুমদার সব ফেলে দিতে হয় !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.