ভাত ঘুমের অলস দুপুর বেলায়
রাস্তার চতুষ্পদীরা থাকে অপেক্ষায়
অবশিষ্ট পাতের উচ্ছিষ্ট ভোজ্য
আহার্য হবে তাদের ক্ষুধায় ।


পরান্নোভোজেই তুষ্ট তারা
অযাচিত অতিথিরা
রন্ধনের ভুলত্রুটি নির্বোধ বিবেচনায়
একপাতে সবে মিলে
উদর পূরিত করে
আহার সমাপ্ত হলে
স্বস্থানে যায় ফিরে ।


ভোজনের ঘ্রাণশুঁকে ভিনপথে ভিন দ্বারে
বর্জিত জমায়েতে উপনীত একজোটে
নিয়মিত নির্বাকে আহারের সন্ধানে
কাটব্য জোটে কভু
কখনও প্রহার জোটে ...


ভাত ঘুমের বিরতিতে
অলস দুপুর কাটে ।