রাত্রির অন্তিম যেখানে স্থগিত
প্রভাতের সূচনা সেখানেই
এক চিরাচরিত শাশ্বত প্রথা ।


অথচ দৈনিক নিয়ম
পরিবর্তন সাধিত অহর্নিশ ।


ব্যতিক্রম বৈচিত্র্যময়
তবে উপলব্ধির প্রেক্ষাপট অবলম্বনে ...
বৈপরীত্যে কখনও
বৈষম্যের চিত্রও অঙ্কিত হয়


সামঞ্জস্যের তারতম্যে
প্রভেদ সুদূরে প্রসারিত ।


বৈষম্যের বিস্তৃতির অন্তে
সাম্যের সূচনা প্রান্ত
এক অনিবার্য অলীক কল্পনা মাত্র ।