আমি পতিতা
সমাজের নিষিদ্ধ পল্লীতে
মাতি রোজ, অসভ্য আচরণে
সেখানে কত অভিপ্রেতরা আসে
সমাজের অগোচরে
অতি সংগোপনে
প্রতি নিয়ত হয় মত্ত
মিথ্যে ভালবাসার মোহে ..
বারংবার একই  খেলা খেলে
স্পর্শ করে নানাবিধ কৌশলে
আকাঙ্খিত কেবল আমি
নারী আরো নরী
আর  স্খলিত চর্মের দেহখানি ।
জাগরিত পৌরুষের কুৎসিত ইঙ্গিতে
বেআব্রু হয় লজ্জা ...
সাময়িক অভিভাবকত্বের নোংরা নজরে
মরমে মরি আমি, শুধু আমি
করি মৃত্যুর বাসনা ....
নিথর নির্যাসের মন্থনে
নিষ্কাশন ঘটে নিকৃষ্ট চাহিদার
অন্তর্দাহের জ্বালায় নিবারিত হয়
ক্ষণিকের নির্ল্লজ ভালবাসা ।