জীবনের কত মুহূর্তরা বয়ে চলে যায়
ফুরিয়ে যাওয়া দিনের সাথে ।
নিঃশ্বাসে নিঃশ্বাসে এগিয়ে চলে জীবন
বদলে যায় তারিখ ক্যালেন্ডারে ....
প্রত্যেক দিনের প্রহর পেরোয়
বিষুব রেখার আবর্তনে ।
পার্থিব জগতের চাওয়া পাওয়ার প্রথা
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতই সত্য
পরিপূরক হেথা সবই চলমানতার পথের বাঁকে ।
খাওয়ার জন্য বাঁচা,না বাঁচার জন্য খাওয়া
ঝুপড়ি ঘরের মানুষ গুলোই বোঝে এসব মর্ম কথা ।
শৌখিনতা বিলাসিতা রাখতে নেই  বস্তি ঘরে
থাকতে পারে এসব কেবল বিত্তবানের পকেট ভরে ।
রাত ফুরিয়ে সকাল আসে কালের গতি একই থাকে
জীবন পথেই জীবন চলে, শ্বাস প্রশ্বাস লয়ের তালে ...
পরিবর্তন  হয় পরিস্থিতির আসে সুখ দুঃখ চক্রাকারে ।