একটা উড়ো চিঠি
অজানা বাতাসের হাত বেয়ে জানান দেয়
ধূলো মাখা তৃণের কানে কানে ...
কোনো এক যাতনাময়ীর
গল্প সাজানো আছে তাতে ।
প্রতিরাতে নিভে যাওয়া
হলুদ-সাদা আলোর পিছনে
গড়ে ওঠা এক নীল ছবির চরিত্র ...
অর্ধ পূরণ রঙিন জলে
কাঁচের গ্লাসের কানায় লেগে থাকা
তরুণীর রং মাখা ঠোঁটের ছাপ
আঁকা চোখের লেপটানো কাজল
দোমড়ানো বিছানার চাদর আর
খোলা অন্তর্বাস ...
কত চাপা কষ্টের নিঃশ্বাসে
ভরে থাকা একটা ঘর ।
অশ্রু শুকিয়ে হয়েছে বিলীন
হাতে লেখা  জীবনীও
ঠাঁই না পাওয়া ঈশান কোন থেকে
অবশেষে উড়ো চিঠি হয়ে
জানান দেয় তৃণের কানে কানে ।



----*-----*-----*------*----*-----