@@@@@@@@@@@@@@@@


সুমিত আচার্যি মহাশয়ের মালিকানাধীন
একটি আপেল আমাকে বড্ড চিন্তায় রেখেছে।
রোববার দ্বিপ্রাহরিক আড্ডা ফাড্ডা সেরে
ভাবতে বসেছি সেই কালো অন্ত:করণের
আপাত নধর লালচে আপেল নিয়ে।


এত কালো কোনো আপেলের বুক হয়
বোধহয় নিউটন সাহেবও ভাবেননি,
অনেক তো ঘুরল পৃথিবী মধ্যাকর্ষ
আবিস্কারের আগে আর পরে
একটি আপেলকে সাক্ষী রেখে
যার বুক আদপেই কালো,
যত কালো হয় কালুপুরুষের পথ
যত কালো হয়ে পাক খায় ধোঁয়া


হাজার বছর আগে আল্পসের আপেল বাগিচায়
বয়েছিল এক দূরভিসন্ধিময় বাতাস,
সেই থেকে তোমার ব্রিজারের বোতলের পাশে,
জিবির মুমুর্ষু রোগীর পথ্যতালিকায়,
নাগেরজলার অস্থায়ী দোকানে,
ডায়েট চার্ট আর ফ্রুট কাস্টার্ডে
কালো কালো কালো
মনে মনে আমরা সবাই কালো