তিলোত্তমা, তুমি কোথায়?
আসছোনা বইমেলায়!
অনেক রাজনীতি শেষে
বই হয়
বই তো হয়!
তুমি কোথায়?


তিলোত্তমা,  শহরে বইমেলা হয়
তুমি আসোনা
আমার কলম অনেক চেয়েছে পথ
শেষ স্বেদবিন্দু
পড়ে যাবে বই
দুপুরবেলায়
কাজের ফাঁকে
স্কুল গালিচায়
তিলোত্তমা! তুমি কোথায়?


ফাউয়ের বাসে চড়ে চলে এসো
বন্ধুর বাইকে চলে এসো
হাহাহিহিতে চলে এসো


বেস্টসেলার চানাচুরে চলে এসো
ফুলপঞ্জিকায় চলে এসো
কানের রিঙে চলে এসো
এসোতো!
আসাটা দরকার


ছিটিয়ে পড়েছে ওঙ্কার
তুমি এসো
কিছু বই ...