কোটালপুত্রের তাতে কিছু যায় আসে না হে
সমান নিষ্ঠার সাথে পাথরের প্রতিমায় চড়ায় ফুল ও বেলপাতা
রাঙা চরণযুগল বুকে ধরে রাখে


সত্যিই অপ্রতিদানে কিছুই এসে যায় না যে
প্রাপ্তির ঘড়ায় জল চুঁয়ে পড়ে
প্রাত্যহিকতা কাব্যিক নয়
ক্ষণে ক্ষণে কবিতাযাপন বিমুঢ় করে কীবা
থরে থরে সাজানো কবিতা
গোলাপ বাগান ভরা
বিরক্তি উদ্রেক করে।


সত্যিই কী কিছু যায় আসে না রে ?
যায় আর আসে
বিমনা বাতাস
আর্দ্র কথোপকথন
কৃষকের রক্তাক্ত পা
আর আমার কবিতা


বিরক্তির পেয়ালা ছাপিয়ে ...