ধর, ধরে নিয়ে গেছে চাবুকের ল্যাজে
তোমার বিছানা থেকে টোপাকুল পেড়ে
হর্ম্যে আলো পড়ে আছে নিরালা বাতাস
শহরে পুরুষ নেই ফুল ফোটাবার।


পরিব্রাজিকা হয়েছ সময় সন্দর্ভে
আঙুল তুলেছে আজ গর্ভের জাতক
বামহাতে ডানহাতে কত তুষ্ণীভাব!
শহরে নারীও নেই কলঙ্ক ঢাকার।


নন্দনকানন এক গোমতীর তীরে
মৃগনয়না জীবন তোমাকে স্বাগত
শহরের সমাবেশ পাতার কুটিরে
উদ্বাস্তু জানালা বেয়ে আলো আর গান।


শিয়রে শার্দুল জাগে রাত ঘন হলে
রাষ্ট্র তার খোলা বুকে জড়ায় আমাকে।