বন্ধু আমার ক্ষুদ্রতা নিটোল অস্তিত্বসুখে /
কাব্য অভিমানে ফিরে ফিরে যায়,   /
হেরে যায় যখন বলয়ে ফেরে ধর্মান্ধ কুকুর, /
বন্ধু আমার দীর্ঘশ্বাস বিশল্যকরণীর মতো/
নিত্য আমায় সুস্থ করে তোলে, /
এখন হলুদ সময়, বন্ধু, আমার পর্ণমোচী পাখারা/
বাতাসের অভিসন্ধি বোঝে, /
মেলে থাকে পরম আকুতি ভরে .../
হায় বাতাস .../
আমার ভায়ের আছে তপ্ত নগ্ন বিষুব চোয়াল, /
তাতে ঘনসন্নিবদ্ধ শ্রমজীবি দাঁতের সারি .../
যদি মরে যাই,/
যেন পড়ে থাকি উবু হয়ে/
কোনো হাড়িয়া রসিক চা শ্রমিকের /
তপ্ত মাদল লালায় /
ঘনীভূত ...