নিহিত পাতালের নীচে
আছে আরো এক সিঁড়ি
তর তর নেমে যাই আমি
তুমি বাড়িয়ে রাখো তুষ্ণী হাত।


পরম বিশ্বাসে রেখে গেছে সে
জমিজিরেত, বৃষ, মৃগনাভি,
বিশ্বাস।
নিহিত পাতালে নেমে গেছে
স্মিতমুখ হাসি নিয়ে।


তারপর একদিন হতে পারে
স্বর্গদর্শণ,
মহিয়সী, এলচা বেলচা কত কবিতা
লেখা তো ছিল!
এই ছিল, এই আছে, আর কিছু নেই।


কৃচ্ছসাধন সেরে স্বর্গের আলপথ মাড়িয়ে
পৃথিবীতে নামে ভোগদাস,
যেন নিউটনের আপেল।