টুক করে দুআঙুল খুলে দেবো
লেখাটি পালকের মতো নৃত্যভঙ্গিমায়
নামছে নিচে
মাতা গঙ্গে,
মিউনিসিপালিটির নর্দমা নাব্যতা পাচ্ছে।


আমি ফিরে যাচ্ছি কোনো আপশোষ ছাড়াই
ফিরে যাচ্ছি
কলমটি বুকপকেটে আছে ...
কোনো আঁচড় না কেটেই ফিরে যাচ্ছি
আমার আয়ূধ মিউনিসিপালিটির নর্দমায় শুয়ে আছে।


একদিন শুধু ফেলে দেওয়ার জন্য একটি কবিতা লিখবো