সামনে এসে বসেছেন আমার ভাগ্যদেবতা
ইনিয়ে বিনিয়ে ইষ্ট আলাপ হয়েছে
কত কান্না কত ঘেন্না কত মনস্তাপ
সমস্ত খোলসা হচ্ছে।


শেষে ছুঁড়ে দিলেন ইস্কাবনের গুলাম
আমার কপাল তাক করে,
বললেন - "যাঃ, ওড় "
আমি নড়তে পারলাম না
ইষ্টদেবতা তো!
স্থানু ধ্যানে বুঝলাম


গম্বুজে জালালি কবুতর বসে
মাটিতে ছড়ায় সাদা-কালো বিষ্ঠা