কী তার বিস্তীর্ণ অভিমান
সাজিয়েছে জাল সারে সারে
দুর্গম নখর বসিয়েছে বুকে
এভাবেও ফিরে আসা যায়।


বলেছিলাম থুতনি নেড়ে
এলোচুল ঘেঁটে
শিরায় শিরায়,
বলেছিলাম যে
এভাবেও ফিরে আসা যায়।


তাড়া নেই তারও,
ছন্দবিভায়, গায়কীর তোড়ে
স্ফুলিঙ্গ নেমে আসে
নামমহিমায়
শিহরণ বুকে বিঁধে যায়
সে ফিরে আসে
যেতে যেতে বলেছিল ...
এভাবেও ফিরে আসা যায়।