পড়েই তো আছে,
পথে
ভাইরাস!
টীকার মতোন লিখে রাখি কবিতায়
সটীক বিশ্লেষণ করেন কেউ কেউ


তবু তোর মতো দামাল হতে তো পারিনা
লকডাউন ভেঙে
সফেন বুদবুদ
সব ভাইরাস, তাদের প্রোটিন আবরণী
ভেঙে দিয়ে যাবে


আতান্তর বড়
রাস্তায় হেঁটেছে কেউ কেউ
প্রেগন্যান্ট কিংবা কোলের বাচ্চা সমেত
তাদের করোনা ভাইরাস নেই
বিশ্বগ্রাসী ক্ষুধা আর না শেষ হওয়া পথ
আমার দিকেই চেয়ে আছে
দোনলা বন্দুক তাক করে!


হেঁটেছি কি হাঁটিনি
চিনেছি কি চিনিনি
চেনা পথ