জোড়ে থাকে, প্রথমতঃ
কত অভিনয়
কত কিচিরমিচির, কোলাহল
ছবি আসে ফেসবুকে
এ ওর নামতা শিখে নিচ্ছে, ও এর জামাপ্যান্ট কেচে দিচ্ছে
দ্বিতীয়ার্ধে ফুটবল
মাত্র দুই খেলোয়াড়
ফাউল ফাউল বলে চেঁচায় রেফারি
তবু খেলা চলে
নিকুচি করেছে রেফারির
শয্যাগত
দুইজনে ফুটবল খেলা হয়!
হাহুতাশ হয়
দ্বন্দ্ব ... বিপণি বিতান
হয়
আর কী কী যে নিদাঘ
বুঝি নাতো...
বুঝে কীবা কাজ
সব লীলা
মায়া
আঠা আঠা মতো
জোড়ে বিষ
বিজোড়ে গরল
ময়দান সাফা হয়ে গেছে করোনায়
কোমর্বিডিটি যে
তার নাম প্রেম
প্রেমিক যুগল
পার্কে মাস্ক পড়ে বসে থাকে
মৃত্যু আগের স্টেশনে
শববাহী গাড়ি
নো অবজেকশনের চিঠি নিয়ে
ঘুরে এসে পাড়া
শেষে পেয়েছে দুজন প্রেমিক প্রেমিকা
পার্কে বসে
খাচ্ছে বুট ছোলা
মৃত্যুভয় নেই ...
নাকি মরণের ওইপারে ভবিতব্য
আমাদের মতো
এজীবনে কিছু করা তো হয়নি
তাই চেয়ে আছি পরপারে
শাবাস করোনা