উজ্জ্বল মাংসল ঠোঁটে যে বুদবুদ
তাতে আছে আমার শরীরের দু 'দানা অক্সিজেন,
খুচরো ক্যালসিয়াম ইতিউতি
তোমার শরীরে চুনকাম হয়ে ঘোরে,
সোডিয়াম পটাশিয়াম ভারসাম্যহীনতায় আজন্ম দোলচাল
কিছু কি গুহ্য কথা আর বলবে!


সমস্তই রসে বশে চরে খায় নিজস্ব গোলার্ধে,
খুব নিজস্ব কিছু অপ্রাপ্তির আঙিনায়
নিরেট


অল্পের জন্য হাত ফসকে গেছে
সোয়া কিলো অ-পদার্থ কিছু
অশেষ অসীম … ফস্কা গেরো