এই চেহারাটা এ ছবিতে না থাকলে ভালো হতো
শুধু এই চেহারার জন্য ছবি হারিয়ে ফেলেছে তার ধার
আদিম পাহাড় ঝর্ণাঘেরা সমুদ্রতরঙ্গে
একটি মানুষ আমি বাদ দিই,
একজন পুরোনো মানুষ
তার সমস্ত বার্ধক্য নিয়ে
পোস্টকার্ড থেকে আমাকে ইশারা দেয়,
আমিও ইশারা করি,
"সরে যাও, সরে যাও"


ছবিটা সুন্দর হোক
বর্ণচ্ছটা লেগে থাক মুগ্ধ দর্শকের চোখে,
শুধু তুমি সরে গিয়ে, পুরোনো পথিক,
কুন্ডলী পাকিয়ে শুয়ে পড়ো মহান সুড়ঙ্গে,
আমার মস্তিষ্ক তোমাকে লালন করে তীব্র প্রেমে ...


পৃথিবীর ছবি পৃথিবীর মতো
তুমি আমার নিভৃত ঘরে ভালোবেসো তাকে।